স্টাফ রিপোর্টার: বিপিএলের চরম উত্তেজনাকর ম্যাচে চিটাগাং ভাইকিংসকে ২ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। চিটাগাংয়ের দেয়া ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ বলে জয় পায় রংপুর। প্রায় আড়াই বছর পর শুরু হওয়া বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সব থেকে বড় আসরে গতকাল রোববার শেরে-বাংলা স্টেডিয়ামে টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেন চিটাগাংয়ের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে চিটাগাংয়ের উদ্বোধনী জুটিতে ৪ ওভারে আসে ৫২ রান। এরপর আউট হন দিলশান। তিনি করেন ১৬ বলে ২৯ রান। পরে এনামুল বিজয়কে সাথে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন তামিম। কিন্তু তামিমের বিদায়ে হঠাৎ ছন্দপতন শুরু হয় চিটাগাংয়ের ব্যাটিং লাইনে। তামিম ৩২ বলে ৫১ রান করে আউট হন। তামিমের পর দ্রুত ফিরে যান এনামুল। ৩৬ রান করেন তিনি। এরপর জিয়াউর রহমান ২ এবং চিগাম্বুরা ১ রান করে আউট হন। তবে জীবন মেন্ডিস এবং আসিফের ব্যাটে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ চিটাগাং। আসিফ ১৭ এবং জীবন মেন্ডিস ৩৯ রান করেন।
রংপুরের পক্ষে সাকলাইন সজিব ৩টি এবং আবু জায়েদ ২টি উইকেট লাভ করেন। ১৮৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর। পরে মিসবাহ এবং পেরেরার ব্যাটিং তাণ্ডবে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সাকিবের দল। মিসবাহ ৩৯ বলে ৬১ এবং পেরেরা ১৭ বলে ৪৩ রান করেন। এছাড়া আল-আমিন ৩৮, সৌম্য সরকার ২০ ও সামি ১৮ রান করেন। চিটাগাংয়ের পক্ষে আমির ৪টি এবং তাসকিন, চিগাম্বুরা ও শফিউল ১টি করে উইকেট লাভ করেন। ম্যাচ বাঁচানো ব্যাটিংয়ের জন্য ম্যান অব দ্যা ম্যাচ হন মিসবাহ-উল হক।