স্টাফ রিপোর্টার: দু-একদিনের মধ্যেই মেহেরপুর, গাংনী, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগর ও দর্শনাসহ দেশের ২৩৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী ৩০ ডিসেম্বর। গতকাল রোববার বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যর কমিশন প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন।
ইসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোববার সকালে দলীয় মনোনয়নে মেয়র নির্বাচনের বিধান সংক্রান্ত স্থানীয় সরকার (পৌরসভা) আইনে সংশোধনীর গেজেট পৌঁছায় কমিশনে। সিইসির নেতৃত্বে অন্যান্য কমিশনাররা বৈঠকে বসে নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা চূড়ান্ত করে। দুপুরে নির্বাচন পরিচালনা বিধিমালা এবং সন্ধ্যার পর আচরণ বিধিমালা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসির সংশ্লিষ্ট শাখা। কমিশন থেকে আগামীকাল দুপুরের মধ্যে দুটি বিধিমালার ভেটিং সম্পন্ন করে ফেরত পাঠানোর জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। একাধিক নির্বাচন কমিশনার বলেন, সংসদে ইতোমধ্যে পৌরসভা সংশোধন আইন পাস হয়েছে। এর আলোকে বিধিমালা ও আচরণ বিধিমালা তারা প্রণয়ণ করেছেন। আজ সোমবার দুপুরের মধ্যে এটা চূড়ান্ত হয়ে তাদের কাছে এসে পৌঁছাবে। সর্বশেষ ২০১১ সালে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। স্থানীয় সরকার আইন অনুযায়ী পরিষদের মেয়াদোর্ত্তীণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। এ হিসেবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।