মিয়ানমারে পান্নার খনিতে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আরো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। খনির পাশের আবর্জনার স্তূপ থেকে ভূমিধসের সূত্রপাত হয়। সেখানে অনেকগুলো কুঁড়েঘর আবর্জনার নিচে চাপা পড়েছে।
রবিবার রাত ৩টার দিকে মিয়ানমারের কাচিন প্রদেশের হপকান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাটিতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের পান্না পাওয়া যায়। সেখানে উদ্ধারকর্মীদের দলের সঙ্গে থাকা ফায়ার ব্রিগেডের এক সদস্য জানিয়েছেন, ধসে পড়া আবর্জনার স্তূপ থেকে এখন পর্যন্ত ৯৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চাপাপড়াদের উদ্ধার করতে তল্লাশি চলছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।