দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রাভিনয়ে ফিরছেন আলমগীর। শফিক হাসানের নাম ঠিক না হওয়া ছবিতে তার কাজ করার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে পরিচালক জানিয়েছেন। চলতি বছরের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে। এ ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করছেন কায়েস আরজু। আলমগীর আরজুর বাবার চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। গাজী মাজহারুল আনোয়ারের গল্প, কাহিনী ও সংলাপে বর্তমান প্রেক্ষাপটে ছবিটি তৈরি হবে বলে নির্মাতা জানান। প্রসঙ্গত, সর্বশেষ এফআই মানিকের পরিচালনায় ‘দুই পৃথিবী’ ছবিতে আলমগীরকে দেখা গেছে। এরপর প্রস্তাব থাকা সত্ত্বেও নতুন কোনো ছবিতে অভিনয় করেননি তিনি।