শাহরুখের পাশে কাজলকে পছন্দ করছে না আব্রাম

রাজ-সিমরান জুটির ফিরতি যাত্রার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। ডিডিএলজে’র সেই রাজ-সিমরানরূপী শাহরুখ-কাজলের জুটি মোটেও পছন্দ নয় শাহরুখের ছোট ছেলে আব্রামের। এর কারণ অবশ্য শুটিংয়ে খুটিনাটি দুষ্টুমি ও আঘাত পাওয়া। পর্দা এবং বাস্তব গুলিয়ে বাবার আঘাতের জন্য কাজলকেই দায়ী করছে আব্রাম। তার মতে, পর্দায় যেসব আঘাত পাচ্ছেন শাহরুখ, তার সবটার জন্য এই মেয়েটাই দায়ী। সম্প্রতি দিলওয়ালে’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে শাহরুখ এমনটাই জানালেন। বলিউড বাদশা বলেছেন, ‘আমার ছোট ছেলের শাহরুখ-কাজল জুটি মোটেও পছন্দের নয়। শুটিংয়ে পর দিনের শেষে কি কি শট নেয়া হয়েছে তা সবাইকে দেখাতেন রোহিত। দিলওয়ালের শুটিংয়ে আব্রামকে নিয়ে গিয়েছিলাম। আর এখানেই ঘটে কাণ্ড। একটি শটে আমাকে আঘাত পেতে দেখে আব্রাম। পরিচালক রোহিত শেঠির কোনো দোষ খুঁজে পায় না সে। সব দোষ গিয়ে পড়ে বেচারা কাজলের ওপর। আমাকে আহত হতে দেখে মনে মনে খুব বিরক্তও হয়। সে মনে করে, দুষ্টু নায়িকা কাজলের জন্যই তার বাবাকে কষ্ট পেতে হচ্ছে। কাজলের দিকে তাকিয়ে বলে, পাপা টুট গয়া।’ তবে শাহরুখ অবশ্য জানিয়েছেন, তিনি ও কাজল এ বিষয়টিকে মজা হিসেবেই নিচ্ছেন।Kazol