দর্শনা অফিস: দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি হচ্ছে আর কদিন পরেই। শতবর্ষপূর্তি উৎসব স্মরণীয় করে রাখতে হাতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নানা আয়োজনের মাধ্যমেই শতবর্ষপূর্তি উৎসব শুরু হয়েছে বেশ আগে-ভাগেই। এরই মধ্যে শেষ হয়েছে ফুটবল টুর্নামেন্ট। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে কেরুজ বাজার মাঠে আয়োজন করা হয় ঘুড়ি উৎসব। এ উৎসব এলাকার আকাশকেই শুধু রঙিন করেনি, এলাকার সংস্কৃতিমনা মানুষগুলোর মানসপটেও একেছে উৎসবের রঙ।
এলাকাবাসীর সতস্ফুর্ত উপস্থিতির মধ্যদিয়ে জাঁকজমক পরিবেশে ঘুড়ি উৎসব উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম। ঢাকের তালে তালে অংশগ্রহণকারীরা মেতে ওঠে উৎসবে। শ শ রঙ-বেরঙের ঘুড়িতে রঙিন হয়ে ওঠে যেন দর্শনার আকাশ। আমার মুক্তি আলোয় আলোয়, রঙ-বেরঙের ঘুড়ি, নানা রঙে উড়ি এ প্রতিপাদ্যকে চিত্তে ধারণ করে ঘুড়ি উৎসবের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উদযাপন কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, মোমিনুল ইসলাম, সহসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আলী মুনসুর বাবু, সমন্বয়ক গোলাম ফারুক আরিফ, কোষাধ্যক্ষ ফজলুল হক, দফতর সম্পাদক সরোয়ার হোসেন, শেখ শাহবুদ্দিন, হাবিবুর রহমান বুলেট, মনিরুল ইসলাম প্রিন্স, আ. জব্বার, কাজল আহম্মেদ, রবিউল হক সুমন, সাজ্জাদ হোসেন, মাহবুবুল ইসলাম মুকুল প্রমুখ।