মৌলবাদ দেশ ও জাতির শত্রু : সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে তা রুখতে হবে

স্টাফ রিপোর্টার: সংস্কৃতি কর্মীরাই পারে মৌলবাদ রুখতে। মৌলবাদ আপনার-আমার যেমন শত্রু, তেমনই দেশ ও জাতির শত্রু । আসুন আমরা দেশ থেকে মৌলবাদ বিতাড়িত করি। আর এই মৌলবাদ দেশ থেকে বিতাড়িত করতে হলে সংস্কৃতি শিল্পীদের বড় ভূমিকা রয়েছে। কারণ যারা সংস্কৃতি চর্চা করে তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। তারা সবসময় ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলে। এ জন্য সকলকে সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে হবে। কথাগুলো বলেন চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি আরো বলেন সংস্কৃতি চর্চা বাড়িয়ে দিলে সংস্কৃতিকর্মী বাড়বে। সংস্কৃতিকর্মী বাড়লে দেশে অপ্রীতিকর ঘটনা কমবে বলে আমি বিশ্বাস করি। কারণ সংস্কৃতিকর্মীরা সংস্কৃতি চর্চা নিয়ে ব্যস্ত থাকবে। আমাদের দেশের সংস্কৃতি বিশ্বব্যাপী নন্দিত। বিশ্বের যেখানে যাবেন সেখানেই আমাদের সংস্কৃতি খুঁজে পাবেন। আমাদের দেশের সংস্কৃতির আলাদা একটা সুনাম রয়েছে। তাই বেশি বেশি সংস্কৃতি চর্চা করে আমাদের সংস্কৃতিটাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে আরো বেশি সুনাম অর্জন করতে হবে। একই সাথে খেয়াল রাখতে হবে বিদেশি সংস্কৃতি যেন আমাদের কোনোভাবেই প্রভাবিত করতে না পারে। চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সন্ধ্যা ৭টার দিকে মুক্তমঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান ও চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। শুরুতে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান ও কালচারার অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জসীম উদ্দীন। আলোচনা সভার আগে বিভিন্ন বিভাগে অবদান রাখার জন্য ৫জনকে সম্মাননা দেয়া হয়। এরা হলেন সঙ্গীতে তোফাজ্জেল হোসেন, নাটকে অমল কুমার বিশ্বস, যন্ত্রসঙ্গীতে শেখ মো. নাজিম উদ্দীন ও লোক সংস্কৃতিতে সূফী সাধক দরবেশ হোসেন আলী শাহ। এরপর শুরু হয় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই বগুড়া জেলার ছেলে টিপু সুলতানের কথা ও সুরে চুয়াডাঙ্গার বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে শিল্পীরা সমবেত সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের তাক লাগিয়ে দেন। এছাড়াও চুয়াডাঙ্গার ছেলে সুইডেন প্রবাসী মল্লিক নাফিস আহমেদ সঙ্গীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মাতিয়ে রাখেন।