স্টাফ রিপোর্টার: অসুস্থ পিতা আছির উদ্দীন আশুকে ওষুধ সেবন করিয়ে স্ত্রী রেশমা খাতুনকে চিকিৎসকের নিকট নেয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন রুহুল আমিন জেড। গতরাত সোয়া ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি……..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর।
রুহুল আমিন জেড চুয়াডাঙ্গা বড়বাজার পুরাতন গলির বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তার পিতা আছির উদ্দীন আশু মিয়া দীর্ঘদিন চুয়াডাঙ্গার ব্যবসায়ীদের সংগঠন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে শয্যাগত। তাকে তথা পিতাকে গতরাতে ওষুধ সেবন করান রুহুল আমিন জেড। এরপর স্ত্রী নিজের অসুস্থতার কথা জানান। রাত ৮টার দিকে তিনি চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার নিজ বাড়ি থেকে স্ত্রীকে সাথে নিয়ে রিকশাযোগে চুয়াডাঙ্গা ইমার্জেন্সি সড়কের নারদিতা ক্লিনিকে নেয়ার উদ্দেশে রওনা হন। পৌরসভা মোড়ে পৌঁছে তিনি নিজেই হৃদরোগে আক্রান্ত হন। তাকে নেয়া হয় হাসপাতালে। ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হতে না হতে রাত ১০টা ২০ মিনিটের দিকে মারা যান তিনি। আজ দাফন কাজ সম্পন্ন করা হবে। তবে কখন তা গতরাতে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি পরিবারের সদস্যরা।
আছির উদ্দীন আশু মিয়ার ৯ ছেলে মেয়ের মধ্যে জেড ছিলেন ছোট। পিতার ব্যবসা প্রতিষ্ঠানেই বসতেন তিনি। দু ভাইয়ের ছোট ছিলেন জেড। তিনি ছিলেন নিঃসন্তান।