আগামী রোববার থেকে পিএসসি ও ইবতেদায়ি পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি)-২০১৫ এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৫ আগামী ২২ নভেম্বর রোববার থেকে শুরু হচ্ছে। এবার জেলায় ৫২টি কেন্দ্রে পিএসসি পরীক্ষায় ২০ হাজার ৬২ শিক্ষার্থী ও ইবতেদায়ি পরীক্ষায় ১ হাজার ৮৮১ শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। এ পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে গত কদিন ধরেই বিদায় সংবর্ধনা দেয়া হচ্ছে। গতকালও চুয়াডাঙ্গার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষা শেষ হবে ২৯ নভেম্বর। ২২ নভেম্বর সমাপনীতে ইংরেজী, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৯ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইবতেদায়িতে একই তারিখে পর্যায়ক্রমে বাংলা, ইংরেজী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান (নতুন সিলেবাস) পরিবেশ পরিচিতি বিজ্ঞান (পুরাতন সিলেবাস), আরবী, কুরআন ও তাজবীদ ও ফিকাহ এবং আকাইদ ও ফিকাহ এবং গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার সদর উপজেলায় সমাপনী পরীক্ষায় ৫ হাজার ৭৮২ ও ইবতেদায়ি পরীক্ষায় ৩৯৬, আলমডাঙ্গা উপজেলায় সমাপনী পরীক্ষায় ৬ হাজার ২৭৭ ও ইবতেদায়ি পরীক্ষায় ৪১৪, দামুড়হুদা উপজেলায় সমাপনী পরীক্ষায় ৪ হাজার ৯০৬ ও ইবতেদায়ি পরীক্ষায় ৬৬৪ এবং জীবননগর উপজেলায় সমাপনী পরীক্ষায় ৩ হাজার ৯৭ ও ইবতেদায়ি পরীক্ষায় ৪০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার জানান, সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। কোনো সমস্যা হলে সংশ্লিষ্টদের জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে তাৎক্ষণিক যোগাযোগ করতে বলা হয়েছে।

চুয়াডাঙ্গা রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি (সমাপনী) পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচলনা পর্ষদ সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। প্রধান অতিথি ক্ষুদে পিএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তোমরা ভালো লেখাপড়া করে জাতির সে প্রত্যাশা পূর্ণ করবে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন নেসাসহ বিদ্যালয়ের শিক্ষকগণ। সহকারী শিক্ষক কাবেরী কাদেরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ফিরোজ আহম্মেদ, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, ছাত্রলীগের প্রচার সম্পাদক আ. রহমান, রাজু, কাব্য, সম্রাট, শিমুল সোহেল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সভাপতি ৩৩ জন পিএসসি পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও উপহার সামগ্রী তুলে দেন। একই সাথে পরীক্ষার্থীদের ভালো পরীক্ষা ও ফলাফলের আশা কামনা করে দোয়া করা হয়।

এদিকে চুয়াডাঙ্গা জেলা সদরের নূরনগর জাফর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও গতকাল আনুষ্ঠানিক বিদ্যায়ের আয়োজন করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতিসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত থেকে এবারের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ সময় অবেগঘন পরিবেশ ফুটে ওঠে।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক আনছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাসানুজ্জামান হান্নান। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক বজলুল হক, শাহানাজ খাতুন, নাজমা খাতুন, সাংবাদিক অনিক সাইফুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইসলামী প্রি-ক্যাডেটে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০টার দিকে স্কুল প্রাঙ্গণে দর্শনা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ. গফুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন আ. কাদের বিশ্বাস, হাফিজ মিয়া, হাজি মসলেম আলী, শিক্ষক মো. সেলিম উদ্দিন, মো. সিরাজুল ইসলাম, আহসান হাবীব, মাও. আ. রশীদ, মালা খাতুন, টুইংকেল মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাও. আ. রশীদ।

কুড়লগাছি প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কুড়ুলগাছি দাখিল মাদরাসার এবতেদায়ি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কুড়ুলগাছি দাখিল মাদরাসা হলরুমে মাদরাসা সুপার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি শাহ এনামুল করিম ইনু। উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ এবং মাদরাসার বিদায়ী শিক্ষার্থীরা ছাড়াও সকল ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আ. রহিম।