দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ইউথ একটিভ সিটিজেন

স্টাফ রিপোর্টার: শীতের শুরুতেই কম্বল নিয়ে দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ইউথ একটিভ সিটিজেনরা। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী তারা। নিজেদের পকেটমানি ও কিছু মানুষের সহযোগিতায় তারা এ কম্বল বিতরণের উদ্যোগ নেয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের উন্মুক্ত মঞ্চে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এই দরিদ্র ও নিঃস্ব মানুষের পাশে দাঁড়াতে তাদেরকে উদ্যোগী করে তোলে বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও ব্রিটিশ কাউন্সিল।

ওয়েভ ফাউন্ডেশনের সহকারী নির্বাহী পরিচালক তপন সাহার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিলের হেলথ অফ সোসাইটির পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রামার সৈয়দ মাসুদ হুসেন, সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন, কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান, সাংবাদিক মরিয়ম শেলী, ওয়েভ ফাউন্ডেশনের আব্দুস সালাম, মাহবুবুর রহমান মুকুল।

যাদের ঐকান্তিক প্রচেষ্টা ও অর্থে কম্বল সংগ্রহ ও বিতরণ করা হয় তারা হলেন, শিবলু, খুশী, ইয়াসমিন, পিউ, জনি, তাজকেরাতুল, রিমন, ঊষা, আফরিনা, নাজিরন, তৌফিক, শরীফা, সালমা, মাত্রা, শিউলি, রানা, উসমান, জাহাঙ্গীর, সেলিম, হাবিবুর, জিসান, বিপ্লব, রেখা, পারভীন, সিয়াম, কনকলতা, তারিন জামান, তাজমুন নাহার ও শাহীন রেজা। ব্রিটিশ কাউন্সিলের আর্থিক সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্যোগী ছেলে মেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে ইউথ একটিভ সিটিজেন গড়ে তোলে।