স্টাফ রিপোর্টার: রিলিফের চাল নিতে যাওয়ার পথে মাটি বহন করা ট্রাক্টরের চাকায় হাত পিষ্ট হয়েছে দরিদ্র বিপুলের (২৮)। সে দামুড়হুদা লোকনাথপুরের গোলজারের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে হাউলী ইউনিয়ন পরিষদ তথা ডুগডুগিতে চলন্ত ট্রাক্টর থেকে নামতে গিয়ে বিপুল পড়ে যায়। তার হাত চাপা পড়ে ট্রাক্টরের চাকার নিচে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বিপুলের মা বানু খাতুন বলেন, আমরা খুবই গরিব। বিপুলই একমাত্র উপার্জনক্ষম পুরুষ। দু সন্তানের জনক। একদিন কাজ না করলে অনাহারে থাকতে হয়। রিলিফের চাল নেয়ার জন্য ইউনিয়ন পরিষদের উদ্দেশে রওনা হয়ে পথিমধ্যে পায় মাটি বহন করা ট্রাক্টর। ডুগডুগি নামতে চাইলে চালক না নামিয়ে দিলে চলন্ত ট্রাক্টর থেকে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। অর্থাভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে। বিপুলের মা বানু খাতুন সহযোগিতার আকুতি জানিয়েছেন।