মাথাভাঙ্গা মনিটর: প্যারিসে সন্ত্রাসী হামলার পর যুক্তরাস্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে মসুলিম সম্প্রদায়ের লোকজনকে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের একটি মানবাধিকার সংস্থা অ্যামেরিকান ইসলামিক রিলেশন’ মঙ্গলবার জানিয়েছে, ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে মসজিদগুলোতে সম্প্রতি হামলা চালানো হচ্ছে। হামলা ও ভাঙচুরের তালিকা সংস্থাটির কাছে রয়েছে। ম্যাসাচুসেটস, ফ্লোরিডা, টেনেসি, ওহায়ো ও নিউইয়ার্কে মসজিদে হামলার খবর নিশ্চিত করেছে মানবাধিকার সংস্থাটি। গত শুক্রবার প্যারিসে হামলা এবং ইসলামিক স্টেটের দায় স্বীকারের কথা জানিয়ে ২৭টি অঙ্গরাজ্যের গভর্নর যুক্তরাস্ট্রে সিরীয় শরনার্থী ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়েছে। এই ২৭ জন গভর্নরের মধ্যে ২৬ জনই রিপাবলিকান।