স্টাফ রিপোর্টার: জীবননগর উপজেলায় পৃথক দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি বিস্কুট কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহের মো. শামসুজ্জামান এ জরিমানা করেন।
জানা গেছে, জীবননগর উপজেলার রাজনগরের রাণী ফুড ও ইসলামপুরের আরিফ ফুডে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় কারখানা দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন ও বিপণন করার অভিযোগে রাণী ফুডকে ১৫ হাজার টাকা এবং আরিফ ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে উভয় প্রতিষ্ঠানকে উপযুক্ত স্বাস্থ্যকর পরিবেশ রক্ষার জন্য ১৫ দিন সময় দেয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করা হয়। এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা সেনেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেঞ্চ সহকারী মো. কামরুজ্জামান এবং আর্মড ব্যাটালিয়নের সদস্যরা।