স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে শেখ নাজিম উদ্দিনসহ ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে সমবায় ব্যাংক কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সদর উপজেলা সমবায় কর্মকর্তা এমএম শিহাব রহমান।
নির্বাচিতরা হলেন, সভাপতি পদে দামুড়হুদা ইউপি’র সাবেক চেয়ারম্যান হাতিভাঙ্গা-মোক্তারপুর কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক শেখ নাজিম উদ্দিন, সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী, পরিচালক পদে জহির উদ্দিন, মুন্সি মহি উদ্দিন, আব্দুর রাজ্জাক ও মো. মুজাম। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মনজুর হোসেন অ্যাডভোকেট মহ. শামসুজ্জোহা (পিপি), নাজির আহমেদ ও হিসাব রক্ষক আব্দুস সাত্তারসহ সমবায় ব্যাংকের কর্মকর্তাগণ। নির্বাচন কমিশনের অন্য দু সদস্য হলেন, হুমায়ুন কবীর ও আনোয়ার হোসেন। এদিকে, সভাপতি পদে শেখ নাজিম উদ্দিনসহ নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হাতিভাঙ্গা-মোক্তারপুর কৃষি সমবায় সমিতির সভাপতি আব্দুল কাদের ও আজীবন সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম।