মাথাভাঙ্গা মনিটর: বর্তমান সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স অন্য যেকোনো ফুটবলারকে হারমানাই। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে সব থেকে বেশি গোলের রেকর্ডের মালিক। তবে সেই রোনালদোকে পছন্দ নয় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও বর্তমান ইংলিশ ফুটবল দলের কোচ গেরি নেভিইলসের।
রিয়াল ছাড়ছেন রোনালদো। বেশ কিছুদিন হলো এ গুঞ্জন চলছে আন্তর্জাতিক গণমাধ্যমে। কোন ক্লাবে যাবেন তিনি? তার পছন্দের তালিকায় রয়েছে সাবেক ক্লাব ম্যানইউ। এছাড়া পিএসজিতেও খেলতে পারেন পর্তুগিজ অধিনায়ক। তাছাড়া রোনালদো আমেরিকান ক্লাবেও একবছর খেলার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু ইংলিশ কোচের পছন্দ হয়েছে রোনালদোর সতীর্থ গ্যারেথ বেলকে। তিনি মনে করেন, রোনালদোকে নয়, ম্যানইউ’র উচিত গ্যারেথ বেলকে দলে নেয়া। এক সাক্ষাৎকারে গেরি বলেন, রোনালদোকে ফিরিয়ে আনার চেয়ে গ্যারেথ বেলের সাথে চুক্তি করাটা ম্যানইউ’র জন্য ভালো হবে।
২০০৯ সালে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে রেকর্ড পারিশ্রমিকে রিয়ালে যোগ দেন সিআর সেভেন। রিয়ালে খেলাকালীন দুইবার ফুটবল বিশ্বের সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর জেতেন রোনালদো। কিন্তু গেরি বলেন, বেল যিনি রোনালদোর থেকে চার বছরের জুনিয়র তার সাথে চুক্তি করাটাই হবে ম্যানইউ’র ভালো সিদ্ধান্ত। আমি এটা বলছি মানে এ না যে রোনালদোকে অসম্মান করছি।