কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে ২য় রাউন্ডের খেলায় কার্পাসডাঙ্গা একাদশ জয়ী হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে হরিরামপুর একাদশকে ১-০ গোলে পরাজিত করে কার্পাসডাঙ্গা একাদশ। জয়ী দলের পক্ষে ইউনুচ একমাত্র গোলটি করেন। খেলায় ইউনুচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলাটি পরিচালনা করেন সুভাস, তিতুয়ার, তমছের।