ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি: উচ্চ শিক্ষা নিশ্চিতসহ চার দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টা ব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব, সংগঠনের জেলা সভাপতি আতিয়ার রহমান, আরিফ হোসেন, আবু তালহা, সাইদুর রহমান প্রমুখ। মানববন্ধন কর্মসূচি শেষে তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় পুণরায় ইর্ন্টানি ভাতা চালু, ডিপ্লোমা মেডিকেল অ্যাডুকেশন বোর্ড গঠন, উচ্চশিক্ষা নিশ্চিত ও কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে দশম গ্রেডে নিয়োগ প্রদান করে সকল বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে নিয়োগ বাধ্যতামূলক করতে হবে।