১৯ নভেম্বর খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

স্টাফ রিপোর্টার: মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি চলাচল ও চাঁদাবাজি বন্ধসহ ৫ দফা দাবি আদায়ে ট্যাংকলরি শ্রমিকরা সমাবেশ করেছে। সমাবেশ থেকে আগামী ১৯ নভেম্বর কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

গতকাল রোববার দুপুরে খুলনা শহরতলীর আলফা মোড়ে কার্যালয় চত্বরে শ্রমিক সমাবেশে জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা এ ধর্মঘটের ডাক দেন।

সমাবেশে জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল মান্নান বলেন, মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধসহ চাঁদাবাজি বন্ধ, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে হয়রানি বন্ধসহ, পৌর টোলের নামে জবরদস্তি করে টাকা আদায়ের প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়েছে। আগামী ১৮ নভেম্বরের মধ্যে রাজনৈতিক প্রভাবে অবৈধভাবে দখল করা কুষ্টিয়া জেলা ট্রাক,-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নকে দখল মুক্ত করার দাবি করা হয়। এসব দাবি পূরণ না হলে আগামী ১৯ নভেম্বর কুষ্টিয়াসহ খুলনা বিভাগে ধর্মঘট পালন করা হবে। সমাবেশে কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান, জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল মান্নান ও শ্রমিক নেতা বাবুল বক্তব্য রাখেন।

Leave a comment