মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের বাসভবনে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুজ্জামান খোকন। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ নেতা মতিউর রহমান মতিন, আনারুল ইসলাম, আলমগীর হোসেন, ফুল চাঁদ মিয়া, আব্দুল আলীম, তারিখ, গাংনী উপজেলা যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ভেন্ডার, মোস্তাফিজুর রহমান বাবুল, আব্দুর রাজ্জাক, আনোয়ার হোসেন প্রমুখ।

Leave a comment