জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়ন আ.লীগ নেতা সোহরাব হোসেনর ইন্তেকাল

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন ঠাণ্ডু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। গত শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যবরণ করেন। মুত্যকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে ও নাতিনাতকুড়সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আন্দুলবাড়িয়া খাঁজা পারেশ সাহেবের ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে রওজা গোরস্তানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিয়া, জীবননগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তূজা, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, ইউনিয়ন যুবলীগ সভাপতি মির্জ্জা হাকিবুর রহমান লিটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

 

Leave a comment