ইবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ : ডিজিটাল জালিয়াতি রোধে কঠোর পদক্ষেপ প্রশাসনের

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রোববার শুরু হচ্ছে। পরীক্ষার সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি রোধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষায় শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে না পারে সেজন্য পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পথে শিক্ষার্থীদের শরীর তল্লাশি করতে অত্যাধুনিক মেটাল ডিটেক্টর স্ক্যানার ব্যবহার করা হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি ও প্রক্টর অফিসসূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটিসূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রোববার থেকে শুরু হচ্ছে। প্রথম দিনে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত এ ও কলা অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোট চার শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮টি ইউনিটের অধীনে ২২টি বিভাগের ১ হাজার ৬৯৫টি আসনের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার এক আসনের বিপরীতে ৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তিযুদ্ধে প্রতিযোগিতা করবে।

প্রসঙ্গত, পরীক্ষার হলে প্রবেশপত্র, উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (প্রবেশপ্রত্রে প্রদত্ত ছবি)। তবে সাথে মোবাইলফোন, সাইন্টিফিক ক্যালকুলেটর কিংবা ডিজিটাল ঘড়ি আনা যাবে না। এবার পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি রোধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষায় শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে না পারে সেজন্য পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পথে শিক্ষার্থীদের শরীর তল্লাশি করতে অত্যাধুনিক মেটাল ডিটেক্টর স্ক্যানার ব্যবহার করা হবে। এছাড়া ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘বিগত সময়ে লক্ষ্য করা গেছে শিক্ষার্থীরা পরীক্ষার হলে হেডফোনে ব্লু-টুথ ডিভাইস সংযোগের মাধ্যমে অসদুপায় অবলম্বন করে। এবার তারা যেন এটা না করতে পারে সেজন্য পরীক্ষা কেন্দ্রে ঢুকতে শিক্ষার্থীদের শরীর অত্যাধুনিক মেটাল ডিটেক্টর স্ক্যানার দিয়ে তল্লাশি করা হবে। কোনো শিক্ষার্থীর শরীরে ব্লু-টুথ ডিভাইসহ কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস থাকলে মেটাল ডিটেক্টর সাথে সাথে সিগনাল দেবে। এছাড়া প্রতি পরীক্ষা কেন্দ্রে ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো ছাড়াও ক্যাম্পাসে পরীক্ষা চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের একটি টিম টহল দেবে বলে তিনি জানান।

Leave a comment