হরিণাকুণ্ডুতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

???????????????????????????????

হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডুতে আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেল ৪টায় উপজেলা দোয়েল চত্বরে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ সফিকুল ইসলাম অপু। উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আশরাফুল হক জুয়েলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মারুফেব সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক চেয়ারম্যান আলহাজ মশিউর রহমান জোয়ার্দ্দার, পৌর আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, তাহেরহুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ছাব্দার রহমান, ফলসী ইউনিয়ন আ.লীগের সভাপতি নিমাই চন্দ্র, চাদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ, পৌর যুবলীগ সভাপতি আবু সাঈদ টুনু, সম্পাদক আবু তালেব প্রমুখ। এর আগে পৌর আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টুর নেতৃত্বে সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপুকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে ঝিনাইদহ থেকে স্বাগত জানিয়ে হরিণাকুণ্ডুতে নিয়ে আসা হয়।

Leave a comment