চুয়াডাঙ্গা নয়মাইলে ট্রাকচাপায় যুবক নিহত : মেলেনি পরিচয়

সরোজগঞ্জ/বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের চুয়াডাঙ্গার নয়মাইল নামক স্থানে দ্রুতগামী ট্রাকের চাপায় এক যু্বক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি দুপুর দেড়টার দিকে সদর উপজেলার বদরগঞ্জ থেকে পায়ে হেঁটে সরোজগঞ্জ বাজার অভিমুখে যাচ্ছিলেন। নয়মাইল নামকস্থানে পৌঁছুলে চুয়াডাঙ্গা অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরনে চেক শাট ও কালো রঙের প্যান্ট ছিলো। তার গায়ের রঙ শ্যামলা। এলাকার লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই আজিজুল হক ও সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ এএসআই বাইজিদ হোসেন লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে পাঠান।

সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, নিহত যুবক একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে কেউ কেউ তথ্য দিলেও তার পরিচয় জানা যায়নি।

Leave a comment