স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ওসমানপুরে জোরপূর্বক বিরোধপূর্ণ জমিতে ধান কাটার অভিযোগ উঠেছে। এ নিয়ে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার সকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ওসমানপুর গ্রামের মৃত ডা. আয়ুব আলীর ছেলে রবিউল ইসলাম ও গোলাম রহমানের ছেলে কামাল মাস্টারের ৭ বিঘা জমির পাকা ধান একই গ্রামের আবু হোসেনের ছেলে বাবর আলী, শাহার আলী, রওশন আলী, সবুর আলী, মোশারফের ছেলে আহাদসহ অনেকেই এই ধান কেটে নিয়ে যায়। এদেরকে বাধা দিতে গেলে বাবর আলী গং মারধর করে হটিয়ে দেয়। অপরদিকে কার্পাসডাঙ্গার মাসুদ ওরফে মাসু দীর্ঘদিন যাবত শরিকানা জমি বর্গা নিয়ে চাষ করে আসছিলো। সেখান থেকেও ধান কেটে নিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে তার বর্গা নেয়া জমিতে ধান নেই। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চলছে বড় ধরনের সংঘষের আশঙ্কা।