চুয়াডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিক দিবসে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্যসম্মত খাবারই ডায়াবেটিক প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায় স্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি শোভাযাত্রা, আলোচনাসভা ও দোয়ার আয়োজন করে।

সকাল সাড়ে ৮টায় ডায়াবেটিক সমিতির কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান ও ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মহ. শামসুজ্জোহা, কার্যকরি সদস্য ওয়াহেদুজ্জামান বুলা, ডা. আব্দুল হাকিম প্রমুখ। এ সময় দোয়া পরিচালনা করেন বায়তুল আমান মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মজিদ। অনুষ্ঠানে পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ডায়াবেটিক রোগ প্রতিরোধে আগে থেকেই সকলকে সতর্ক থাকতে হবে। আগামীতে আরো বড় আকারে সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে দিবসটি পালন করা হবে।

Leave a comment