আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় আওয়ামী লীগ কার্যালায়ে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক খুস্তার জামিল, তথ্য গবেষণা সম্পাদক কাইছার আহমেদ বাবলু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, লুৎফর রহমান, প্রশান্ত অধিকারী, আমিরুল ইসলাম মন্টু চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, সাবেক উপজেলা ভাইস চেয়অরম্যান দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কুরবান আলী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুন রানা তুহিন, সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজিৎ শর্মা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শাহ আলম, নাজমুল হক পানু, শরিফ কমিশনার মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সম্পাদকের মধ্যে আসাবুল হক ঠাণ্ডু, আব্দুল হালিম, আনোয়ার মাস্টার, বিল্লাল গনি, আব্দুল হান্নান, রানা আহমেদ, আব্দুর রাজ্জাক, দেদার হোসেন, খবির উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা স্বপন,তবা, আলিম ও কচি। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার, সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, যুগ্ম সম্পাদক রাজাবুল হক মনা, জামজামি ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা মতিউর রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু, মিজানুর রহমান মিজান, আবু সাঈদ টগর, আবু সাঈদ পিন্টু, রিপন, বুলবুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সম্পাদক সেলিম রেজা তপন, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক জাইদুল, আল কাফি, ইছানুর কবীরসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী ২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনকে সফল করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে আলমডাঙ্গায় কার্যনির্বাহী কমিটির সভা
