ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বিদ্যুতস্পৃষ্টে ইসরাইল হোসেন (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাইল ওই গ্রামের গোগলা হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ইসরাইল হোসেন সকাল ৭টার দিকে ছাগলের খাবারের জন্য কাঁঠালপাতা কাটতে গাছে ওঠেন। বৃষ্টিতে ভেজা গাছে বিদ্যুত সংযোগ থাকায় তিনি বিদ্যুত স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে বেলা ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।