চুয়াডাঙ্গায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: অধিকাংশ সদসদের উপস্থিতিতে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এ সভা অনুষ্ঠিত হয়। ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলায় এ ক্লাবটি এক সময় শীর্ষস্থান দখল করেছিলো চুয়াডাঙ্গা ক্রীড়াঙ্গন। এক সময় চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাবের নিকট ৩-১ গোলে ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব পরাজিত হয়েছিলো। সেই গতি ফিরিয়ে আনার লক্ষ্যে গতকাল চুয়াডাঙ্গা হায়দার আলী প্যাভিলিয়নের দ্বিতীয় তলায় ক্লাব কার্যালয়ে ক্লাবের সকল সদস্য উপস্থিত হয়ে খেলাধুলার মানোন্নয়নে সকল সদস্যকে ভূমিকা পালনে একে অপরের প্রতি আহ্বান জানান। মোহামেডান ক্লাব সভাপতি হুমায়ুন কবীর মালিকের সভাপতিত্বে ও শহিদুল কদর জোয়ার্দ্দারের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন কৃতি ফুটবলার আ. ওয়াদুদ, আশরাফ উদ্দীন জোয়ার্দ্দার সাবু, বজলুর রহমান, অ্যাড. শফিকুল ইসলাম, হাবিবুর রহমান লাভলু, সালাউদ্দীন মো. মতুর্জা, রেজাউল হক জোয়ার্দ্দার, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, নাসির আহাদ জোয়ার্দ্দার, মজিবুল হক মালিক মজু, রবিউল হক মুন্সী, আফছার উদ্দিন মালিক, খাইরুল বাশার জোয়ার্দ্দার, সাকির আহম্মেদ জোয়ার্দ্দার, সামসুল হক, ফারুক হাসান, নাজমুল হক শান্তি, সেলিম জোয়ার্দ্দার, তাপস মালিক, রকিবুল হাসান ও আশারুজ্জামান।

উল্লেখ্য, ১৯৮৯ সালে চুয়াডাঙ্গা মোহামেডাম স্পোটিং ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই চুয়াডাঙ্গা ক্রীড়াঙ্গনে ক্লাবটির সরব পথচলা শুরু হয়।

 

Leave a comment