মেহেরপুর অফিস: মেহেরপুরে পেঁয়াজের ঝাঁঝ কমেনি। ঈদের দু সপ্তা পরও মেহেরপুরের হাটে-বাজারে একশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। গতকাল শনিবার মেহেরপুর শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের কেজি ৯০ টাকা থেকে একশ টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম ৯০ টাকা কেজি ও দেশি পেঁয়াজ একশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের বর্তমান বাজার দর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে অনেক ক্রেতা জানিয়েছেন। কোরবানির ঈদের এক সপ্তা আগে মেহেরপুর বাজারে ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা ও দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিলো। ঈদের একদিন আগে থেকে কেজি প্রতি ৩০ টাকা দাম বেড়ে যায়। এতে ভারতীয় পেঁয়াজ ৯০ টাকা ও দেশি পেঁয়াজ একশ টাকা কেজি হিসেবে বিক্রি হয়। কৃত্রিম সঙ্কট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করা হলেও ২ সপ্তা পরও পেঁয়াজের দাম কমছে না। এতে ক্রেতাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।