মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশ একশ গ্রাম গাঁজাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। গোপন সংবাদ পেয়ে গতকাল শনিবার সকালে মেহেরপুর ডিবি পুলিশের এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ইছাখালী গ্রামে অভিযান চালান। ডিবি পুলিশ ওই গ্রামের নবিছুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে কিয়ামুদ্দিনকে (৩৫) একশ গ্রাম গাঁজাসহ আটক করে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।