মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিল-আর্জেন্টিনা রোমাঞ্চকর লড়াইয়ে জল ঢেলে দিলো বৃষ্টি। বুয়েনস আইরেসে প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য বিশ্বকাপ বাছাইপর্বে দু চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচটি এক দিন পিছিয়ে গেছে। আর্জেন্টিনার বুয়েনস আইরেসে মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় গতকাল শুক্রবার সকাল ছয়টায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচ হওয়ার কথা ছিলো। তবে প্রচণ্ড বৃষ্টিপাতে মাঠে পানি জমে যাওয়ায় ম্যাচ শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা আগে তা স্থগিত ঘোষণা করা হয়। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের মধ্যে আলোচনার পর ম্যাচটি পরের দিন একই সময়ে শুরুর সিদ্ধান্ত হয়।
ব্রাজিলের সহকারী কোচ গিলমার রিনালদি জানান, শিলাবৃষ্টি হচ্ছিলো, সাথে বজ্রপাত। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরিস্থিতি আরও খারাপ হবে। এ অবস্থায় খেললে খেলোয়াড়রা ঝুঁকির মধ্য পড়তো। রেফারি তাই খেলা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। আমরা পরের দিন একই সময়ে খেলার বিষয়ে একমত হই।
রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করা মার্তিনোর দল পরের ম্যাচে প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্র করে। আর চিলির কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হারলেও পরের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারায় ব্রাজিল।