খালেদা-তারেক খুনি হিসেবে পরিচিত হয়ে থাকবেন
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান সারাজীবন খুনি হিসেবে এ দেশের মানুষের কাছে পরিচিত হয়ে থাকবেন। মানুষ হত্যা ছাড়া বিএনপি আর কিছুই জানে না। আর আওয়ামী লীগকে ভোট দিলে দেশের উন্নয়ন হয়। নৌকা মানুষকে দেয়, দিতে আসে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরের শুরুতে তিন মাস ধরে খালেদা জিয়া বাস, গাড়ি ও সিএনজিতে আগুন দিয়েছেন। দলীয় কার্যালয়ে বসে তিনি ঘোষণা দিয়েছিলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত তিনি বাসায় ফিরবেন না। জ্বালাও-পোড়াও শেষে নাকে খত দিয়ে তিনি কার্যালয় থেকে বের হয়ে আদালতে হাজির হয়েছিলেন। শেখ হাসিনা বলেন, নির্বাচন ঠেকানোর লক্ষ্যে খালেদা জিয়া ৩৪ দিন অবরোধ করেছিলেন। এই ৩৪ দিনে ১৩৫ জন মানুষকে হত্যা করা হয়েছে। নির্বাচনের দিনই ২৬ জনকে হত্যা করা হয়েছে। কিন্তু নির্বাচন ঠেকাতে পারেননি। নির্বাচনে না যাওয়া ছিলো বিএনপির ভুল। এর খেসারত তাদেরকেই দিতে হবে।
তিনি বলেন, নৌকার মানুষ কাউকে বঞ্চিত করে না, বরং দেয়। নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। নৌকায় ভোট পাওয়া দল সরকার গঠন করলে সমগ্র বাংলাদেশের উন্নয়ন হয়। উত্তরবঙ্গ একসময় মঙ্গাপীড়িত ছিলো, এখন সেই মঙ্গা নেই।
ফেসবুকে নজরদারি বাড়াতে যন্ত্র কেনা হচ্ছে
স্টাফ রিপোর্টার: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ইন্টারনেটে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে নজরদারি বাড়াতে ইন্টারনেট সেফটি সলিউশন (আইএসএস) সিস্টেম ক্রয়ের প্রক্রিয়া চলছে। এই সিস্টেম যুক্ত হলে তথ্য প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সব ধরনের অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংরক্ষিত নারী আসন-৩৩ আসনের সাংসদ ফিরোজা বেগমের (চিনু) প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদে এ কথা বলেন।
তারানা হালিম জানান, সামাজিক মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড, বিভ্রান্তিকর তথ্য দেয়া, গুজব ছড়ানোসহ হয়রানি বন্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া তথ্য প্রযুক্তির মাধ্যমে সংঘটিত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি নিশ্চিতকল্পে আমাদের ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার জন্য ইন্টারনেট সেফটি সলিউশন (আইএসএস) নামক সিস্টেম ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতিমন্ত্রী জানান, বিটিআরসির ওয়েবসাইট, ২টি ই-মেইল এবং মোবাইলফোনের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে ইন্টারনেট, মোবাইলফোন, ফেসবুক ও ওয়েবসাইট সম্পর্কিত অভিযোগ গ্রহণসহ তা নিষ্পত্তির ব্যবস্থা করা হয়।
রাষ্ট্রকে নিরাপদ করতে হবে : আইজিপি
স্টাফ রিপোর্টার: পুলিশের আইজি একেএম শহীদুল হক বলেছেন, আমাদের রাষ্ট্রকে নিরাপদ করতে হবে। আর এ জন্যে কমিউনিটি পুলিশকে চ্যালেঞ্জ নিতে হবে। আমরা শুধু অধিকার ভোগ করতে চাইবো, আর দায়িত্ব পালন করবো না, তা হবে না। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ নিউফিল্ড মাঠে আয়োজিত জেলা কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আইজপি বলেন, যখন জনগণ এবং আইন প্রয়োগকারী সংস্থা এক হয়ে কাজ করবে তখন সমাজে কোনো অপরাধীই কোনো কিছু করতে পারবে না। কোনো অপশক্তিই সমাজে বিস্তার লাভ করতে পারবে না। তিনি বলেন, যাচাই-বাছাই করে কমিউনিটি পুলিশের সদস্য নিতে হবে। পুলিশ জনগণেরই অংশ। পুলিশের সাথে জনগণের সম্পর্ক না থাকলে জনগণ কী চায় তা অনুধাবন করা সম্ভব নয়। তিনি বলেন, আমাদের দেশে সব থানাতেই দালাল থাকে। দালাল থাকলে জনগণ ও পুলিশের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। মানুষ থানায় আসতে ভয় পায়।
কমিউনিটি পুলিশ যদি সব সময় জনগণের সাথে যোগাযোগ রাখে তাহলে থানা থেকে দালাল পালিয়ে যাবে। দালাল তাড়ানোর দায়িত্ব কমিউনিটি পুলিশের। কমিউনিটি পুলিশ তৎপর থাকলে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিয়ে, গ্রাম্য দাঙ্গা রোধ করা সম্ভব।
৩১ টাকা কেজিতে চাল কিনবে সরকার
স্টাফ রিপোর্টার: আমন মরসুমে ২ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার। কেজি প্রতি দর ৩১ টাকা নির্ধারণ করেছে খাদ্য পরিধারণ কমিটি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
কামরুল ইসলাম জানান, প্রতি কেজি আমন ধান উৎপাদন এবং তা চালে রূপান্তর করতে কৃষকের খরচ হয় ২৮ টাকা ৫০ পয়সা। আর সরকার কিনবে ৩১ টাকায়। আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৫ মার্চ এ তিন মাস চাল সংগ্রহের কার্যক্রম চলবে। মন্ত্রী জানান, ওএমএসের প্রতি কেজি চাল ২৪ টাকা ও আটা ২২ টাকায় বিক্রি করছে সরকার। তবে দাম আরো কমানো হবে। কতো টাকা কমবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। খাদ্যমন্ত্রী জানান, এবার কোনো আমন ধান কিনবে না সরকার। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর প্রতি কেজি চাল ৩২ টাকায় কিনেছিলো সরকার।