খবর:(দর্শনায় পশু চিকিৎসক নুর জামাল পরস্ত্রীর ঘরে ঢুকে গ্যাঁড়াকলে)
নিজের ঘরের বউটা কোথায়
খোঁজ রাখো না মোটে,
চেখে বেড়াও নতুন নতুন
কখন ক’টা জোটে।
পরের ঘরে ফিসফিসানি
নইচে জিনিস খোঁজো,
ফষ্টি করো নষ্টি করো
নষ্টামি খুব বোঝো।
গ্যাঁড়াকলে পড়লে সেদিন
টাক ডিঙা ডিং ডিং,
নাকে মুখে ভালোই খেলে
প্যাদানি সানটিং।
আহাদ আলী মোল্লা