ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় জেএসসি পরীক্ষাকেন্দ্রে ইভটিজিং করার অপরাধে ৪ বখাটেকে জেল-জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ আদেশ প্রদান করেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী রওশন ইসলাম। দণ্ডিতরা হচ্ছে শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল মোল্লার ছেলে শামীম মোল্লা (১৯), শ্রীরামপুর গ্রামের ককিল জোয়ার্দ্দারের ছেলে সম্রাট জোয়ার্দ্দার (১৮), আমজাদ হোসেনের ছেলে সোহান হোসেন (১৯) ও মির্জাপুর ইউনিয়নের শেরপুর গ্রামের আমজাদ আলীর ছেলে রেজা (১৭)।
শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী রওশন ইসলাম জানান, শৈলকুপা উপজেলার বেনীপুর মাধ্যমিক বিদ্যালয় ও শৈলকুপা বালিকা বিদ্যালয় জেএসসি পরীক্ষাকেন্দ্রে ইভটিজিং করছিলো কয়েকজন বখাটে। এ সময় চারজনকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শামীম মোল্লাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সম্রাট, সোহান ও রেজাকে ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।