ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা যুবলীগ নেতা জান্নাতুল ফেরদৌস জনি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
এর প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবলীগ বিক্ষোভ মিছিল করে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জনি জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার আলী হোসেনের ছেলে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জনি (৩৫) রেকর্ডরুম থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি জেলা জজ আদালতের সামনে আসা মাত্রই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনিত হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। জনির মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ঝিনাইদহে সদর হাসপাতালের চিকিৎসকরা। এ বিষয়ে ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছি এবং হামলাকারীদের গ্রেফতারে পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, হামলার বিষয়টি আমি শুনেছে, তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।