মেহেরপুর অফিস: মেহেরপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষকের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। বিদায়ীরা হলেন মেহেরপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও সদর উপজেলার পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদম আলী।
মেহেরপর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওলিউর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আসফুদ্দৌলা, শামিম সুলতান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি কমরউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ইকবাল হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।