মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ নির্বাচন বোর্ড-২০১৫ এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচনে মাত্র একটি প্যানেলে ২৭ পদে ২৭ মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাছাই শেষে সবগুলো মনোনয়নপত্র বৈধ হয় বলে জানান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান।
প্রার্থীরা হলেন সভাপতি পদে আলহাজ মো. গোলাম রসুল, সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান রানা, সহসভাপতি পদে মো. আসাবুল হক, এসকেন্দার আলী, মো. হাফিজুর রহমান ও আশরাফুল হক বাবু, সহসাধারণ সম্পাদক পদে সানোয়ার উদ্দিন আহম্মেদ সহিদ, মোস্তাক আহমেদ বাবু ও মো. নূরুজ্জামান জামান, সাংগাঠনিক সম্পাদক পদে সোহরাব হোসেন ও হাজি মো. আমানুল্লাহ মিয়া, সড়ক সম্পাদক পদে আনোয়ার সাদাত খোকন ও মো. আবুল কালাম, ক্রীড়া সম্পাদক পদে সাফুয়ান উদ্দীন আহমেদ রুপক, প্রচার সম্পাদক আব্দুর রশীদ, কোষাধ্যক্ষ পদে ফারুক হোসেন এবং নির্বাহী সদস্য পদে তৌফিকুল বারী বকুল, আমিনুর ইসলাম, মহাব্বত হোসেন, হাবিবুর রহমান, এনামুল হক ঠাণ্ডু, মফিজুল ইসলাম, এসপি বাপ্পি, সাইদুর রহমান বিশ্বাস, আকরাম হোসেন চঞ্চল, ফরমান আলী ও ইসরাফিল হোসেন।