দামুড়হুদার কামারপাড়ার প্রতিবন্ধী শাবানা পতাকা বৈঠকে ফেরত

???????????????????????????????

দর্শনা অফিস: দামুড়হুদার কামারপাড়ায় মাথাভাঙ্গা নদীতে কলার ভেলায় চড়েই ভারতের অভ্যন্তরে প্রবেশ করলো মানসিক প্রতিবন্ধী শাবানা। গোবিন্দপুর বিএসএফ শাবানাকে আটক করলেও অবশেষে সীমান্তে পতাকা বেঠকের মাধ্যমে বিজিবির হাতে ফেরত দিয়েছে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়ার কিতাব আলীর স্ত্রী মানসিক প্রতিবন্ধী শাবানা গতপরশু দুপুরে মাথাভাঙ্গা নদীতে গোসল করছিলো। গোসল করতে করতে শাবানা কলাগাছের ভেলায় চড়লে স্রোত তাকে ভারতের অভ্যন্তরে ভাসিয়ে নিয়ে যায়। এ সময় শাবানাকে ভেলা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গোবিন্দপুর বিএসএফ ক্যাম্পের টহলদল। খবর দেয়া হয় বাড়াদী বিজিবিকে। ওই দিনই বিকেল ৫টার দিকে সীমান্তের ৮২নং মেন পিলারের কাছে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে শাবানাকে ফেরত দেয় বিএসএফ সদস্যরা। বিজিবি সদস্যরা শাবানাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

Leave a comment