মাথাভাঙ্গা মনিটর: ক্লাব ফুটবলে বর্তমান সময়ের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সোলোনা। গতকাল শনিবার রাতে ক্যাম্প নউ-এ স্প্যানিশ লা লিগার ‘ক্লাসিকো’তে স্বাগতিকদের জয়ের নায়ক ব্রাজিল তারকা নেইমার। প্রথমার্ধেই বার্সেলোনাকে এগিয়ে দেয়ার পর দ্বিতীয়ার্ধে আলেক্সিস সানচেসের গোলেও অবদান রাখেন ২১ বছর বয়সী এ ফরোয়ার্ড। ম্যাচের শেষ দিকে রিয়ালের সান্তনাসূচক গোলটি করেন জেসে রদ্রিগেজ। ফুটবলের দু মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়োনো রোনালদো তো ছিলেনই; এবার তাদের সাথে যোগ হয়েছে নেইমার আর বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল। মরসুমের প্রথম ক্লাসিকো নিয়ে উন্মাদনাটা তাই এবার একটু বেশিই ছিলো। এবারের লা লিগার একমাত্র অপরাজিত দল বার্সেলোনা শেষ দু ম্যাচে নিজেদের সেরা ছন্দে ছিলো না। লিগে ওসাসুনার সঙ্গে ড্র করার পর চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের সঙ্গেও হোঁচট খায় তারা। তবে রিয়ালের বিপক্ষে পুরনো রূপেই দেখা গেছে বার্সাকে। ঘরের মাঠ ক্যাম্প নউতে লিগের আগের ১৯ ম্যাচে জেতা বার্সা মেসি-নেইমাররা ছোটো ছোটো পাসে শুরু থেকেই ভীতি ছড়ান অতিথি শিবিরে। ১৯ মিনিটে বার্সাকে এগিয়ে দিয়ে ক্লাসিকোতে স্বপ্নের অভিষেকটা স্মরণীয় করে রাখলেন নেইমার। ৭৮ মিনিটে নেইমারের বাড়ানো বল ধরে গোললাইন ছেড়ে বেরিয়ে আসা লোপেসের মাথার ওপর দিয়ে চিপ করে দর্শনীয় গোলটি করেন চিলির এই স্ট্রাইকার। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ভালদেজের ভুলে ব্যবধান কমায় রিয়াল। রোনালদোর পাস থেকে জেসের শট তার হাত ফস্কে জালে জড়ালে সমতায় ফেরার আশা জেগে উঠে অতিথিদের মনে। কিন্তু এরপর আর কোনো সুযোগ তাদের দেয়নি এ জয়ে ১০ খেলায় ২৮ পয়েন্ট লিগের শীর্ষেই আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ৯ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদ। আর ১০ খেলায় ২২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল।