স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ৭১ টেলিভিশন, মাই টিভি ও দেশ টিভি এ তিনটি টিভি চ্যানেল কার্যালয়ের গেটে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যার পরপরই দুর্বৃত্তরা এ হামলা চালায়। এসব হামলায় ৭১ টেলিভিশনের দু জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বারিধারায় ৫৮ সোহরাওয়ার্দী এভিনিউয়ে ৭১ চ্যানেল গেটে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। এ সময় ককটেলের আঘাতে চ্যানেলের সিনিয়র নিউজ এডিটর জাকারিয়া বিপ্লব ও ক্যামেরা পারসন আলমগীর হোসাইন আহত হন। চ্যানেলে সংবাদ প্রকাশ করায় জামায়াত-শিবির এ হামলা চালিয়েছে বলে ৭১ টিভি কর্তৃপক্ষ দাবি করেছে।
অপরদিকে গতকাল সন্ধ্যার পরপরই মৌচাক মোড়ে দেশ টিভি ভবনের সামনে কে বা কারা দুটি ককটেল নিক্ষেপ করে। ককটেল দুটির বিস্ফোরণ ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। গতকাল সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে বাংলামোটর মাই টিভি চ্যানেলের সামনে দুর্বৃত্তরা দুটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায়ও কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।