মাথাভাঙ্গা মনিটর: কটকে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম ওয়ানডে পরিত্যক্ত হয়ে গেছে। ৭ ম্যাচের সিরিজে সফরকারী অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২-১ ব্যবধানে। গত বুধবার রাঁচিতে চতুর্থ ওয়ানডেও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো। অস্ট্রেলিয়ার ইনিংস শেষে ভারতের ইনিংসের পঞ্চম ওভারের সময় বৃষ্টি নামলে খেলা আর হতে পারেনি। গতকাল শনিবার কটকে অবশ্য বৃষ্টি হয়নি। বরং সকাল থেকেই উড়িষ্যার দ্বিতীয় বৃহত্তম শহরটি ছিলো রৌদ্রোজ্জ্বল। কিন্তু গত কয়েক দিনের একটানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। স্থানীয় সময় সকাল ১১টায় মাঠ পরিদর্শনের পর খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি রোশন মহানামা। আগামী বুধবার নাগপুরে ষষ্ঠ ওয়ানডে হবে।