আলমাডাঙ্গার চিৎলায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিসভা

ভালাইপুর/খাদিমপুর প্রতিনিধি: আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে চিৎলা ইউনিয়ন পরিষদের হলরুমে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে চিৎলা ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীর। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুকু, জেলা যুবলীগ নেতা জাকারিয়া হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন রেজা, ওয়ার্ড যুবলীগের সভাপতি মজিবুল ইসলাম, জিনারুল ইসলাম, ইদ্রিস আলী আদু, নাসির উদ্দিন, সাইফুল ইসলাম, সাইদুর রহমান, আব্দুর ছাত্তার, আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আতিয়ার রহমান, আকরাম, আলমগীর হোসেন, মিন্টু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সিনিয়র সভাপতি ইন্তাদুল মেম্বার। আলোচনা অনুষ্ঠান শেষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান লালনের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a comment