স্টাফ রিপোর্টার: ফরিদপুর শহরের চর টেপাখোলা মুন্সী ডাংগী গ্রামে থেকে গতকাল শনিবার বেলা ১১টার দিকে স্বামী-স্ত্রীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয় লোকজন তাদের ডাকাডাকি করে কোনো সারা না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের জবাই করা লাশ দুটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতাল মর্গে পাঠায়। নিহতেরা হলেন, মীর শামসুল হক ও তার স্ত্রী নারগিস নাহার বেগম। তাদের দু মেয়ে ও এক ছেলে ঢাকায় থাকেন। পুলিশ ও স্থানীয়রা জানান, দেশের একটি জাহাজ কোম্পানীতে চাকরি শেষে অবসর জীবন কাটাচ্ছিলেন মীর শামসুল হক। অবসরের পর শামসূল হক ও তার স্ত্রী নারগিস নাহার মুন্সী ডাংগীর বাড়িতে থাকতেন। সকালে কাজের লোক বাড়িতে গিয়ে তাদের ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর জবাই করা লাশ দুটি উদ্ধার করে মর্গে প্রেরন করে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহসিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে এ জোড়া খুনের ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পরই আসল ঘটনা জানা যাবে। রাতে কিংবা ভোরের যে কোনো সময় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে বলেও জানান তিনি।