স্বামীর গাড়ি থেকে অপহৃত নববধূ সুবর্ণা আক্তারকে উদ্ধার করেছে র্যাব। গত রাতে র্যাব-১১ এর একটি দল তাকে উদ্ধার করে। একই সঙ্গে অপহরণের মূল হোতা তোফাজ্জলসহ ৩জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে ফিল্মি কায়দায় বরযাত্রী বহরে হামলা চালিয়ে অস্ত্রের মুখে নববধূকে ছিনতাই করে নিয়ে যায় একদল সন্ত্রাসী। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে।
সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় তাকে অপহরণ করা হয় । অপহরণের সময় সন্ত্রাসীদের হামলায় বরসহ ৫ জন আহত হয়। এ ঘটনায় কনের বাবা বাদী হয়ে মামলা করেন। উল্লেখ্য, শুক্রবার উপজেলার নোয়াগাঁও চৌধুরী বাড়ির আ. লতিফের মেয়ে সুবর্ণা আক্তার (১৮) এর সঙ্গে রূপগঞ্জ উপজেলার দাউদপুর পুটিয়া গ্রামের জহিরুল হকের ছেলে নাদিমের (২৫) বিয়ের দিন ছিলো। বিয়ের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় কনের বাড়ি থেকে প্রাইভেটকার যোগে বর পক্ষ নববধূকে নিয়ে যাচ্ছিল। পথে রসুলপুর নামক স্থানে উপজেলার টেকপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে মোফাজ্জল (২৫), জামাল উদ্দীনের ছেলে আলমগীর (২০) ও ইসমাইলের ছেলে রাকিবসহ ৮-৯ জন সন্ত্রাসী ২টি সিএনজি যোগে এসে বরযাত্রীর গাড়ির গতিরোধ করে বলে জানিয়েছিল পুলিশ। জোরপূর্বক প্রাইভেটকারের ভেতর থেকে নববধূকে তুলে নিয়ে মাধবদীর দিকে চলে যায় তারা। তার পর থেকে নববধূর কোন খোঁজ পাওয়া যায়নি। গতরাতে সেই নববধূকে উদ্ধার করে র্যাব।