স্টাফ রিপোর্টার: এক কিশোরকে অচেতন করে ইজিবাইক নিয়ে পালিয়েছি মলমপার্টির সদস্যরা। চুয়াডাঙ্গার সরোজগঞ্জ থেকে কিশোর সাবান হোসেনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও ইজিবাইকের সন্ধান পাওয়া যায়নি।
জানা গেছে, চুয়াডাঙ্গার দক্ষিণ হাসপাতালপাড়ার শাহীন হোসেনের ছেলে সাবান হোসেন শামীম (১৬) তার চাচা আনোয়ার হোসেনের ইজিবাইক নিয়ে গতকাল রোববার সকালে ভাড়া মারতে বের হয়। সারাদিন পর সন্ধ্যার দিকে সরোজগঞ্জ আবুল হোসেন দাখিল মাদরাসার কাছে পড়ে থাকা অবস্থায় সাবানকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মলমপার্টির সদস্যরা সাবানকে অজ্ঞান করে ইজিবাইকটি নিয়ে সটকে পড়েছে। তবে সাবানের চেতনা না ফেরা পর্যন্ত আসল ঘটনা জানা সম্ভব হচ্ছে না।