স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি হোম A¨vন্ড অ্যাওয়ে ভিত্তিক ক্রিকেট ম্যাচ খেলতে কুষ্টিয়া সফর করেছে। গতকাল রোববার কুষ্টিয়া মহিনীমিল মাঠে অনুষ্ঠিত অb~aŸ©-১৪ ও অb~aŸ©-১৬ টিমের দুটি খেলায় কুষ্টিয়ার বাশার একাডেমিকে পরাজিত করে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি। দুটি ম্যাচই হয় টি-টোয়েন্টি। প্রথম ম্যাচে নাইটিঙ্গেল একাডেমির অb~aŸ©-১৬ দল টসে জয়লাভ করে মাত্র ২ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে আলিফ ৩৯, শাহাবাজ ২৯ ও শান্ত ১৯ রান করে এবং তুহিন ১৬ রান দিয়ে ৪ উইকেট দখল করে।
জবাবে কুষ্টিয়ার বাশার একাডেমি ৭১ রানে অলআউট হয়। ফলে চুয়াডাঙ্গা ৪৮ রানে জয়লাভ করে। দিনের দ্বিতীয় ম্যাচে সময় স্বল্পতার কারণে অb~aŸ©-১৪ দলের খেলা নির্ধারণ করা হয় ১৫ ওভারে। এ ম্যাচে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। জবাবে কুষ্টিয়ার বাশার একাডেমি কাটেল ওভারে (১০ ওভারে জয়ের টার্গেট নির্ধারণ করা হয় ৬২ রান) ৯ উইকেট হারিয়ে ৪২ রান সংগ্রহ করে। চুয়াডাঙ্গার পক্ষে জোবায়ের ২৪ ও মারুফ সর্বোচ্চ ১৮ রান করে। ফলে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি ডি/এল পদ্ধতিতে ১০ রানে জয়লাভ করে। বয়সভিত্তিক দুটি ম্যাচেই জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাUmম্যান কুষ্টিয়ার কৃতxসন্তান Gনামুল হক বিজয় মাঠে উপস্থিত হয়ে ক্ষুদে ক্রিকেটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্ষুদে ক্রিকেটররা জয়লাভ করায় খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির সভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামান, এনপিএল ক্রিকেট লিগের কো-চেয়ারম্যান চুযাডাঙ্গা ওয়াল্টন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মাহফুজুর রহমান মিজাইল, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহাজাহান আলী, আশাদুজ্জামান আশা, সাবেক ক্রিকেটার পিন্টু কুমার আগরওয়ালা, হামিদুর রহমান সন্টু, স্টুডিও পিকাশোর সাব্বির কামাল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ক্রিকেট একাডেমির শুভাকাঙ্ক্ষী নাসির আহাদ জোয়ার্দ্দার, বদর খান, মহসিন রেজা প্রমুখ। টিমের সাথে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির কোচ সাইফ রাসেল, টিম ম্যানেজার শাহজাহান আলী ও ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব। উল্লেখ্য গতকাল সকালে চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠ থেকে ক্ষুদে ক্রিকেটারগণ বাসযোগে যাত্রা করে তখন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজুর রহমান জোয়র্দ্দার মিজাইল ক্ষুদে ক্রিকেটারদের ভালো খেলার জন্য দোয়া করেন। এদিকে কুষ্টিয়া টিম স্বল্প সময়ের মধ্যে চুয়াডাঙ্গা সফর করবে বলে তারা জানিয়েছেন।