দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার লোকনাথপুরে বখতিয়ার হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দামুড়হুদা বনানীপাড়া জয়লাভ করেছে। গতকাল রোববার বিকেলে লোকনাথপুর ফুটবলমাঠে দামুড়হুদার বনানীপাড়া ফুটবল একাদশ ও লোকনাথপুর ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের ৫ম খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দামুড়হুদা বনানীপাড়া ফুটবল একাদশ ২-০ গোলে লোকনাথপুর ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন শহিদ আজম সদু, হাফিজুর রহমান কাজল ও ইখতিয়ার রহমান।