‘রাজকন্যা’র মুখ দেখতে উড়াল দিলেন সাকিব

‘রাজকন্যা’র মুখ দেখতে উড়াল দিলেন সাকিব

বেলা ১১টায় হোটেলের টিম মিটিংয়ে ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের রণকৌশল নিয়েও আলোচনা করেছেন। কিন্তু মিটিং শেষ করে রুমে ফিরেই ফোনে খবরটা পেলেন সাকিব আল হাসান। সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সন্তান প্রসবের সময় এগিয়ে এসেছে, প্রসববেদনা নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। এমিরেটস এয়ারলাইনসের কাল রাত ৯টা ৫ মিনিটের ফ্লাইটেই তাই সাকিব উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। জিম্বাবুয়ে সিরিজের বাকি ম্যাচগুলোতে তাঁকে তাই আর পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অনুরোধে সাকিব অবশ্য চেষ্টা করেছিলেন আজ সিরিজ জয়ের ম্যাচটি খেলে যেতে। কিন্তু কাল দুপুরে যুক্তরাষ্ট্রে আবারও কথা বলে যখন জানলেন জরুরি পরিস্থিতি, যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখটা এ মাসের মাঝামাঝিতে হলেও আকস্মিক যে এ রকম কিছু হতে পারে সেটা অনুমিতই ছিল। অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর স্থগিত করে দেওয়ার পর স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সাকিব। জিম্বাবুয়ে সিরিজ খেলতে ৩১ অক্টোবর রাতে দেশে ফিরলেও তখনই তিনি বিসিবিকে জানিয়ে রাখেন, জরুরি প্রয়োজনে সিরিজের মাঝপথেই যুক্তরাষ্ট্রে ফিরতে হতে পারে আবারও।