মধ্যরাতে হঠাত চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযান

স্টাফ রিপোর্টার: হঠাত করেই চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। গত মধ্যরাত থেকে জেলা শহরে এ অভিযান শুরু হয়। বিজিবি, র‌্যাব ও পুলিশ সমন্বয়ে চুয়াডাঙ্গা শহরের হাসান চত্বর থেকে রাত ১২টার দিকে এ অভিযান শুরু করা হয়।
সূত্র জানায়, যৌথ অভিযানের সময় চুয়াডাঙ্গা শহরের কয়েকটি আবাসিক হোটেল ও কয়েকজন ছাত্র নেতার বাড়িতে তল্লাশি চালানো হয়। অপরাধী ও নাশকতা সৃষ্টিকারীদের ধরতেই এ অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। গতরাত আড়াইটায় শেষ খবর অনুযায়ী যৌথবাহিনীর এ অভিযানে কেউ আটক হয়েছে কি না তা জানা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যের সাথে কথা বলে জানা গেছে, নাশকতা সৃষ্টিকারীদের মূলোৎপাটন করতেই মূলত এ অভিযান। তবে অন্য অপরাধীদেরও ছাড়া হবে না এ অভিযানে। অভিযানের পরপরই চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরসহ আশপাশ এলাকা জনশূন্য হয়ে পড়ে। অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে। অনেকেই সাংবাদিকদের কাছে ফোন করে যৌথ অভিযানের কারণ জানতে চান। গতরাত ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় খোঁজ নিয়ে জানতে চাওয়া হয় যৌথ বাহিনীর অভিযানের কারণ। পুলিশও তাৎক্ষণিকভাবে কারণ জানাতে চায়নি।