ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার মুন্সিপুর বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী এক অভিযান চালিয়েছেন। এ অভিযানে ১২ বোতল ফেনসিডিলসহ পীরপুরকুল্লার আলহাজকে আটক করা হয়।
জানা গেছে, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার মো. নাজমুল হক সঙ্গীয় জোয়ানদের নিয়ে চোরাচালান বিরোধী অভিযান চালান দামুড়হুদা উপজেলার কুতুবপুর মাঠে। এ সময় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের জিবক্স আলীর ছেলে আলহাজ ওরফে মেনুকে (৩৮) আটক করে। তার দেহ তল্লাশি করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নায়েক সুবেদার নাজমুল হক বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় আলহাজের বিরুদ্ধে মামলাসহ থানায় সোপর্দ করেন।